মনিপুরে এবার স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

রবি
২৪ জুলাই ২০২৩

ভারতের মনিপুরে জাতিগত সহিংসতার জেরে অমানবিক কর্মকাণ্ডে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। গত মে মাসে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়। ওই দুই নারীকে বিবস্ত্র করেই থামেনি পাষণ্ডরা। যৌন হয়রানিসহ গণধর্ষণও করা হয় তাদের। শুধু তাই নয়, বাধা দিতে আসা ওই দুই মহিলার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলে তারা।

 

এরই রেষ ধরে প্রতিবাদে উত্তাল পুরো ভারত। এরই মধ্যে আরো একটি লোমহর্ষক ঘটনার সাক্ষী হলো মনিপুর। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া এক যোদ্ধার বৃদ্ধা স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার এ খবর জানানো হয়েছে।  

 

এনডিটিভি জানায়, ২৮ মে মনিপুরের কাকচিং জেলার সেরু গ্রামে ৮০ বছর বয়সী ইবেতোম্বি নামের এক নারীকে ঘরে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেয়া হয়। ওই নারী স্বাধীনতা সংগ্রামী এস চুরাচাঁদ সিংয়ের স্ত্রী। তিনি ৮০ বছর বয়সে মারা যান। তাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম সম্মাননাও দিয়েছিলেন।

 

এ ঘটনায় সেরু থানায় একটি মামলা করা হয়েছে। মামলার অভিযোগ অনুসারে, ৮০ বছর বয়সী এক নারীকে তার নিজের ঘরে তালাবদ্ধ করা হয়। পরে ঘরে আগুন দেয় একটি সশস্ত্র দল।

  

ইবেতোম্বির নাতি প্রেমকান্ত (২২) এনডিটিভিকে বলেন, ‘দাদিকে আমরা উদ্ধার করতে পারিনি। তাকে ঘরে পুরে তালাবদ্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। অল্পের জন্য নিজে রক্ষা করতে পেরেছি।’

 

 

পোড়া ঘরের কাঠামোর ভেতর থেকে মাথার খুলি উদ্ধার করা হয়। এছাড়া শরীরের অন্যান্য হাড়ও পড়ে থাকতে দেখা যায়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর