আর্জেন্টিনা-ব্রাজিল ছাড়াও টিভিতে আজকের খেলা

রবি
২৪ জুলাই ২০২৩

চির প্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা আজ মাঠে নামছে। নারী ফুটবল বিশ্বকাপে ব্রাজিল লড়বে পানামার বিপক্ষে। আর আর্জেন্টিনা মোকাবেলা করবে শক্তিশালী ইতালির। গাজী টিভি ম্যাচগুলো সম্প্রচার করবে। আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায় আর ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়। নারী বিশ্বকাপের দিনের অন্য ম্যাচে মাঠে নামবে জার্মানি ও মরক্কো। এ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

 

 

এছাড়া আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। শ্রীলঙ্কার কলোম্বোতে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১০টায় শুরু হবে। সনি স্পোর্টস টেন-২ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

 

 

দিনের অন্যান্য ম্যাচের মধ্যে রয়েছে-

সকার চ্যাম্পিয়নস ট্যুর:

রিয়াল মাদ্রিদ–এসি মিলান

সকাল ৮টা, সনি স্পোর্টস টেন ২

 

পোর্ট অব স্পেন টেস্ট–৫ম দিন

ওয়েস্ট ইন্ডিজ–ভারত                        

রাত ৮টা, ডিডি স্পোর্টস

 

জিম আফ্রো টি–১০ 

হারারে–জোহানেসবার্গ

সন্ধ্যা ৭টা, নাগরিক টিভি

 

কেপ টাউন–ডারবান                          

রাত ৯টা, নাগরিক টিভি

 

হারারে–বুলাওয়ে

রাত ১১টা, নাগরিক টিভি

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর