ক্যামেরুনে ভবন ধস, নিহত ১২

রবি
২৪ জুলাই ২০২৩

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভবন ধসে পড়েছে। রোববার দেশটির রাজধানী ডুয়ালায় ভবন ধসের এ ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

 

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতের দিকে ডুয়ালার পূর্বাঞ্চলের অ্যাঞ্জে রাফায়েল এলাকায় একটি ভবন ধসের ঘটনা ঘটে।

 

পার্শ্ববর্তী লিত্তোরাল অঞ্চলের গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া বলেছেন, মধ্যরাতে ভবনটি ধসে পড়ে। এতে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ৩১ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

লিত্তোরালের গভর্নর বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধ্বংসস্তূপের নিচে যাতে কেউ আটকা না থাকে তা নিশ্চিত করতে উদ্ধারকারী দলের সদস্যরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর