দীর্ঘ সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শুরু থেকেই ইউক্রেনকে
সবধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। অস্ত্র, গোলাবারুদ ও অর্থ দিয়ে সবচেয়ে
বেশি সহযোগিতা করেছে আমেরিকা ও যুক্তরাষ্ট্র।
পশ্চিমা সহায়তায় রুশ সেনাদের কঠোরভাবে রুখে দিচ্ছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের
যে পরিমাণ ভূমি দখল করেছিল তার ৫০ শতাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে রোববার এ খবর জানিয়েছে সিএনএন।
তিনি বলেছেন, ‘এখনও তুলনামূলকভাবে বলতে গেলে পাল্টা আক্রমণের প্রাথমিক সময়
চলছে। এটি খুবই কঠিন। আগামী সপ্তাহ বা আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে কোনো চূড়ান্ত
ফয়সালা হবে না। আমি মনে করি, আমরা এখনও আগামী কয়েক মাসের দিকে তাকিয়ে আছি।’
এদিকে গত মাসের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন,
রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর হচ্ছে। তবে দ্রুত ফলাফলের
জন্য আশা করছেন না তিনি।
আরআই