গাইবান্ধা সংবাদদাতা
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত ও চাল,ডাল,তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে শহরের রেলগেট থেকে মিছিলটি বের হয়, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রেলগেট গিয়েই শেষ হয়। বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা শাখার নেতারা এই কর্মসুচি পালন করেন।
মিছিল শেষে রেলগেটে সমাবেশে বক্তব্য দেন- বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ ।
বক্তারা লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্তসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি, চাল, ডাল ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।
আর/এমকে