নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
সোমবার (২৪ জুলাই) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বসলৈ ও কান্তাকিসমত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হচ্ছে- বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮), কান্তাকিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) এবং অসীম পাহান (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল। অভিযানে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্ব দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়িতে তৈরিসহ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে খুচরা ও পাইকারী বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে।
বিডি/সি/এমকে