নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর পদত্যাগ

রবি
২৪ জুলাই ২০২৩

পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। রোববার দেশটির রাজধানী ওয়েলিংটনে একটি সড়ক দুর্ঘটনার জেরে বিচারমন্ত্রী কিরি অ্যালানকে হেফাজতে নেয় পুলিশ। এর একদিন পর আজ সোমবার পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। খবর রয়টার্সের।

 

তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি বলেছেন, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে সকল দপ্তর থেকে পদত্যাগ করেছেন।

 

তিনি আরো বলেন, ‘অ্যালানের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ করা হয়েছে। এছাড়া নিশ্বাসে অতিরিক্ত এ্যাকোহলের অতিরিক্ত রিডিং থাকায় তার বিরুদ্ধে নোটিশও জারি করা হয়েছে।’

 

 

অ্যালান কয়েক দিন থেকেই অতিরিক্ত মানসিক চাপে রয়েছেন মন্তব্য করে হিপকিন্স আরও বলেন,

পদত্যাগ করার পর তিনি সংসদের সদস্য হয়ে থাকবেন।

 

অ্যালান আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী, সংরক্ষণ মন্ত্রী ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর