প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারাল ইতালি

Super Admin
২৪ জুলাই ২০২৩

প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল ইতালি। সোমবার দুপুরে নারী ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে সাদা-আকাশীদের ১-০ গোলে হারায় ইতালি। দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানা গিরেলি।

 

আর্জেন্টিনা হেরে গেলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দু’দল ভালো লড়াই করলেও সবচেয়ে বেশি আক্রমণ রচনা করেছে ইতালি। মোট এগারটি আক্রমণ করেছে তারা। এরমধ্যে অনটার্গেটে ছিল ৩টি।

 

আক্রমণে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। মোট ৫ বার আক্রমণ করেছে তারা। অনটার্গেটে শট ছিল মাত্র একটি। এই একটি আক্রমণও জোরালো ছিল না। ফলে তা থেকে কাঙ্খিত ফল আসা সম্ভব ছিল না।

 

পুরো ম্যাচজুড়ে আক্রমণ করার চেয়ে রক্ষণাত্মকভাবে খেলায় মনযোগী ছিল আরেজন্টিনা। ম্যাচের শেষ অবদি আটকে রেখেছিল তাদের। আর্জেন্টিনার রক্ষণ ভাগ ভাঙতে প্রায় শেষ মিনিট অবদি অপেক্ষা করতে হয়েছিল তাদের। ম্যাচের ৮৭তম মিনিটে গোলের দেখা পায় ইতালি। ডিফেন্ডার লিসা বোটিনের ক্রস থেকে সফল কিক নেন বদলি হিসেবে নামা ক্রিস্টিয়ানা গিরেলি। আর তাতেই ম্যাচের গতিপথ বদলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর