মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৭ জানুয়ারী ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্ত্বেও মাত্র ২ সপ্তাহের মধ্যে চতুর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছ উত্তর কোরিয়া।

স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাগরে ছোড়া হয় বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
ক্ষেপণাস্ত্র দুটি রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে ছোড়া হয়।

এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়া শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাৎসুনো।

এর আগে চলতি বছরের ৫, ১১ ও ১৪ জানুয়ারি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।


মন্তব্য
জেলার খবর