ওমরাহ বিমা বাধ্যতামূলক করল সৌদি সরকার

Super Admin
২৪ জুলাই ২০২৩

সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ করতে আসা যাত্রীদের জন্য নতুন নিয়ম করেছে দেশটির কর্তৃপক্ষ। ওমরাহ যাত্রীদের জন্য ‘ওমরাহ বিমা’ বাধ্যতামূলক করেছে দেশটি। সোমবার সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।  

 

সৌদি ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মৌসুমে ওমরাহ পালনের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে ওমরাহ বিমা বাবদ অতিরিক্ত অর্থ জমা দিতে হবে। এ অর্থের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল। ওমরাহ ফির সাথে এ অর্থ জমা দিতে হবে বলে জানিয়ে মন্ত্রণালয়টি।

 

মন্ত্রণালয়টি আরো জানায়, জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে এ বিমার সুবিধা পাবেন ওমরাহযাত্রীরা।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর