রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী ব্রাজিল

Super Admin
২৪ জুলাই ২০২৩

রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী ব্রাজিল

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেছেন, রাশিয়ার সাথে ব্রাজিলের ব্যাপক সম্ভবনা রয়েছে। এ জন্য দেশটির সাথে বাণিজ্য বাড়াতে চায় দেশটি। রাশিয়ান গণমাধ্যম রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

ইউক্রেনকে পশ্চিমা প্রভাবমুক্ত করতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়া রুখতে সবধরনের সহযোগিতা করে যাচ্ছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। পুতিনের দেশের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে বাইডেনের দেশ। এ নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করল ব্রাজিল।

 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো বলেন, পারস্পরিক বাণিজ্যকে বৈচিত্র্যময় করতে কাজ করছে ব্রাজিল, যার মধ্যে সার ও কৃষির মতো সম্ভাবনাময় পণ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতিতে রাশিয়ার সাথে একসাথে কাজ করবে তার দেশ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর