সূচকের পতনে দিন শেষ হলো দুই পুঁজিবাজারের

Super Admin
২৪ জুলাই ২০২৩

সূচকের পতনের মধ্যদিয়ে দেশ হলো আজকের পুঁজিবাজার। তবে দিনের শুরু লেনদেন ছিল উর্দ্ধমুখী। আশা জাগানিয়া। দিনের মাঝামাঝি লেনদেনে ছন্দপতন হয়। গতকালের চেয়েও সূচক নিচে নেমে যায়।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৭ দশমিক ৮৮ পয়েন্টে। টাকার অঙ্কেও লেনদেন কমেছে। সোমবার ডিএসইতে ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১২ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে, যেখানে গতকাল রোববার ডিএসইতে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

এদিন ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে দিন শেষ হয়েছে। লেনদেনও গতদিনের চেয়ে কম হয়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় অর্ধেক। গতকাল ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ লেনদেন কমেছে ৬ কোটি ৮৬ লাখ টাকার।

 

সিএসইতে এদিন ১৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৬৫টি ও অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর