দাম বেড়েছে কলমের

Super Admin
২৪ জুলাই ২০২৩

বাজেটে ভ্যাট বাড়ানোয় দাম বাড়ল কলমের

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে নিত্যপণ্যসহ দাম বেড়েছে বিভিন্ন জিনিসের। বিশ্ববজারের সাথে তাল মেলাতে দেশের বাজারেও দাম বেড়েছে প্রায় সবধরনের পণ্যের। এবার সে তালিকায় যুক্ত হলো শিক্ষার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ কলমের। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকসহ শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

 

বাজার ঘুরে দেখা গেছে, ৫ টাকা মূল্যের কলম বিক্রি হচ্ছে ৭ টাকায়। এবারের বাজেটে কলমের ওপর ভ্যাট আরোপ করায় কলমের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 


প্রসঙ্গত, চলতি অর্থবছর ২০২৩-২৪ সালের বাজেটে কলমের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। বাজেটের ওপর আলোচনার পর সরকার কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ ভ্যাট বাড়ানোর প্রস্তাব গৃহিত হয়।

 

বাজার ঘুরে দেখা যায়, ডজন প্রতি কলমের দাম বেড়েছে অন্তত ২৫ টাকা। সে হিসাবে আগের চেয়ে প্রতিটি কলম ২-৩ টাকা বেশি দিয়ে কিনতে হবে শিক্ষার্থীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

 

ব্যবসায়ীরা বলছেন, জেল পেন আমরা ৯ টাকায় কিনে ১৫ টাকা পর্যন্ত বিক্রি করতাম। তবে এখন কিনতে হচ্ছে আরো ৩ টাকা বেশি দিয়ে। অর্থাৎ ১২ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকছে না।

 

আরআই


মন্তব্য
জেলার খবর