ইসরাইলের বিচার বিভাগ পরিবর্তনের অনুমোদন দিয়েছে দেশটির ডানপন্থী সরকার।
সোমবার দেশটির পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হলে কোনো বাধা ছাড়াই পাশ হয়। খবর এএফপির।
বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় আসার পর বিচার বিভাগের সঙ্কুচিত করার জন্য
পদক্ষেপ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন। এ বিলের
বিরোধিতায় রাস্তায় নেমে আসে জনতা। তবে নেতানিয়াহু সরকার সেদিকে কর্ণপাত না করে বিলটি
পাশ করল।
এএফপি জানিয়েছে, ১২০ আসন বিশিষ্ট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী জোট।
সোমবার বিলটি উত্থাপণ করা হলে ৬৪ ভোট পেয়ে পাশ হয়ে যায়। তবে বিরোধীরা এ প্রস্তাবে ভোট
দেয়নি। তারা ওয়াক-আউট করেছিল। বিরোধীরা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল।
বিলটি কার্যকর হলে সুবিধা পাবে সরকার। বিচার বিভাগের ক্ষমতা সঙ্কুচিত হলে
সরকার, মন্ত্রীপরিষদ ও সরকারি কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নিলে, সেটিকে বাতিল করার
ক্ষমতা হারাবে সুপ্রিম কোর্ট।
‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বাতিলের
নির্দেশ দিতে পারবে না। বিশ্লেষকদের মত,
এ বিলটি কার্যকর হলে দেশে দুর্নীতি বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
তবে বিলটির পক্ষে যারা কাজ করেছেন, তারা বলছেন ভিন্ন কথা। এ বিল কার্যকর হলে সরকারি
কাজে গতি আসবে বলে তাদের অভিমত।
আরআই