রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ত্রিশ বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিল যুক্তরাষ্ট্র

রবি
২৫ জুলাই ২০২৩

ইউক্রেনকে পশ্চিমাদের থেকে দূরে রাখতে দীর্ঘদিন ধরে সামরিক অভিয়ান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ারে একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। বারুদের গন্ধে ভরে উঠেছে যেন চারপাশ। রুশ হামলার কবলে পড়ে দেশটির সাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে সাধারণ জনগণ। দেশ ছেড়ে কেউ আবার পাড়ি জমিয়েছে বাইরের দেশে। কবে যুদ্ধ শেষ হবে আর কবে ঘরে ফিরতে পারবেন, তা জানা নেই কারো।

 

এখন থেকে প্রায় ত্রিশ  বছর আগে এ যুদ্ধের ভবিষ্যৎ বাণী করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে সতর্ক করে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলেছিলেন।

 

যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ছিল তার শাসনামল। কুখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারির দায়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এর প্রায় দুই দশক পর তিনি ইউক্রেন ইস্যুতে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

 

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

ওয়াল স্ট্রিট জানায়, ১৯৯৪ সালের ২১ মার্চ তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ৭ পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন রিচার্ড। রাশিয়া ও ইউক্রেন সফর শেষে ফিরে আসার পরই লেখা ওই চিঠিতে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের চিন্তা-ভাবনা জানান ওই চিঠিতে।

 

 

ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘ইউক্রেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে বসনিয়ার মতো রূপ নেবে।’ বসনিয়া পরিস্থিতি বলতে বলকান অঞ্চলে ১৯৯২ থেকে ১৯৯৫ সালের সংঘটিত জাতিগত সংঘাতের দিকে ইঙ্গিত করেন তিনি। যে সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।

 

নিক্সনের ওই ভবিষ্যদ্বাণীর প্রায় ২৯ বছর পর গত বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে যেন সত্যি হলো। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। কবে নাগাদ শেষ হবে তা জানা নেই কারো।

 

আরআই


মন্তব্য
জেলার খবর