নারী বিশ্বকাপসহ টিভিতে আজকের খেলা

রবি
২৫ জুলাই ২০২৩

শ্রীলঙ্কার  কলম্বোয় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। বর্তমানে দেশ দু’টি দ্বিতীয় টেস্ট খেলছে। আজ ২য় টস্টের ২য় দিন। বাংলাদেশ সময় সকাল ১০টা ত্রিশ মিনিটে তারা মাঠে নামবে। সনি স্পোর্টস টেন ২ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

 

এছাড়া দিনের অন্যান্য খেলার মধ্যে রয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। জিম আফ্রো টি-টেন, গ্লোবাল টি-টোয়েন্টি ম্যাচ। জেনে নিন কোন ম্যাচ, কোন চ্যানেলে কখন সম্প্রচার করা হবে।

 

জিম আফ্রো টি-টেন:

 

ডারবান-জোহানেসবার্গ

সন্ধ্যা ৭টা, নাগরিক টিভি

 

কেপ টাউন-হারারে

রাত ৯টা, নাগরিক টিভি

 

বুলাওয়ে-জোহানেসবার্গ

রাত ১১টা, নাগরিক টিভি

 

গ্লোবাল টি-টোয়েন্টি:

 

সারে-টরন্টো

রাত ৯টা, টি স্পোর্টস

 

মন্ট্রিয়ল-ভ্যাঙ্কুভার

রাত ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস

 

ফুটবল

 

ফিফা নারী বিশ্বকাপ:

 

কলম্বিয়া-দক্ষিণ কোরিয়া

সকাল ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস

 

নিউজিল্যান্ড-ফিলিপাইন

বেলা ১১টা ৩০ মিনিট, গাজী টিভি, টি স্পোর্টস

 

সুইজারল্যান্ড-নরওয়ে

বেলা ২টা, গাজী টিভি, টি স্পোর্টসৎ

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর