রোমে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রবি
২৫ জুলাই ২০২৩

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকালে দফতরটির ডি-ভবনের দ্বিতীয় ফ্লোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্ষটির উদ্বোধন করেন।

 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোঙ্গিউসহ এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ।

 

মঙ্গলবার (২৫ জুলাই) ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। সেখানে সমঝোতা স্মারক সই হবে।

 

এদিন ইতালিতে প্রবাসী বাংলাদেশি আয়োজিত একটি কমিউনিটি রিসিপশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বুধবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর রোম ত্যাগ করার কথা রয়েছে তার।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর