বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ১৫টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে
https://erecruitment.bcc.gov.bd/exam/?lang=bn ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
১। প্রতিষ্ঠানটি সহকারী প্রোগ্রামার, সহকারী ডেভেলপার, কো-অর্ডিনেটর (সার্ভিস
রিলেশনশিপ), কো-অর্ডিনেটর (আইসিটি কোর্স), কো-অর্ডিনেটর (আইটিইএস কোর্স), সহকারী প্রশিক্ষক
পদে ১৩ জন নেবে। এ পদ্গুলোর বেতন গ্রেড-৯ম (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
উক্ত পদ্গুলোতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স
অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার
সম্পর্কিত যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের
ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে স্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে
উত্তীর্ণ।
২/ অ্যাসোসিয়েট (বিসিপি-ডি আর), অ্যাসোসিয়েট (পরিকল্পনা), অ্যাসোসিয়েট
(অডিট কমপ্লায়েন্স), অ্যাসোসিয়েট (কনটেন্ট ব্যবস্থাপনা), অ্যাসোসিয়েট (হেল্প ডেস্ক),
অ্যাসোসিয়েট (প্রশিক্ষক পুল ব্যবস্থাপনা), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী ইঞ্জিনিয়ার (ফ্যাসিলিটিজ অপারেশন) পদে ১০ জন নেওয়া
হবে।
এ পদ্গুলোর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স
অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল
ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
বা কম্পিউটার সম্পর্কিত যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে
স্নাতক বা সমমানের ডিগ্রিকে কাঙ্ক্ষিত শিক্ষাকতা যোগ্যতা হিসেবে ধরা হয়েছে। সংশ্লিষ্ট
বিষয়ে স্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ। বেতন গ্রেড-৯ম (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
৩/ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে
দুজন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে
ডিপ্লোমা ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তবে কম্পিউটার চালনায় দক্ষ হতে
হবে। উভয় পদের বেতন গ্রেড-১০ম (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
সকল পদের জন্য বয়সসীমা ৩০ বছর।
আবেদন করতে প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জসহ ক্রমিক ১নং
ও ২নং পদের প্রার্থীদের ৬১২ টাকা এবং ক্রমিক ৩নং পদের প্রার্থীদের ৫১২ টাকা বিকাশ বা
নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ২৪ আগস্ট ২০২৩।