নারীদের চুল রং করার প্রতি রয়েছে বেশ দূর্বলতা। বর্তমানে চুল রঙিন করে নিজের
মধ্যে স্টাইলিস লুক আনতে আগ্রহী অধিকাংশ নারী। তবে রং করলে চুল নষ্ট হয়ে যাবে কিনা
এই ভয়ে দেখা যায় অনেকের মাঝে। আবার চুল রঙিন করার পর কালো চুলে কি দ্রুত পাক ধরে? এমন
প্রশ্নও অনেকের মনে ঘুরপাক খায়। এ বিষয়ে জানিয়েছেন ভারতের জনপ্রিয় চিকিৎসক অনিকা গোয়েল।
তিনি সম্প্রতি তার ইনস্টাগ্রামে জানান, কালো কিংবা সাদা চুলে হেয়ার কালার
এর সাথে চুলে দ্রুত পাক ধরার কোনো সম্পর্ক নেই। রঙিন চুল ছাড়া তা আশপাশের চুলে প্রভাব ফেলে না। আর তাই কালো চুল
সাদা হওয়ার শঙ্কা নেই।
তবে এ তথ্যের সঙ্গে ডা. অনিকা আরও বলেছেন, চুলে রং করলে চুল তার প্রাকৃতিক
সৌন্দর্য হারায়। চুলের রেশমী, কোমল ভাব মলিন হতে শুরু করে। চুলকে তখন ব্যবহার করা ঝাড়ুর
সঙ্গে তুলনা করেন তিনি। এছাড়া রং ব্যবহার করার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে ভেঙে যায়।
তাই যারা পাকা বা সাদা চুল আড়াল করতে চুল রঙিন করেন অথবা যারা ফ্যাশনের জন্য চুল রঙিন
করে থাকেন তারা হেয়ার কালার করার পর বাড়তি সতর্কতা মেনে চলবেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক কিংবা ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং ব্যবহার
না করে প্রাকৃতিক রং যেমন মেহেদি, চায়ের লিকারের রং ব্যবহার করলে চুল রঙিন হওয়ার পাশাপাশি
নিরাপদও থাকে। সেই সঙ্গে এতে শুধু চুলই রঙিন হয় না, চুল সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে।