ছবি : সংগৃহিত
ভারতের মনিপুর রাজ্যে সহিংসতার রেশ কাটতে না কাটতেই দেশটির মেঘালয় রাজ্যে
সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয়ে হামলা চালায় বিক্ষুদ্ধ
জনতা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহত সবাই নিরাপত্তা প্রহরী। ইন্ডিয়া টাইমসের
এক প্রদিবেদনে এখবর জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়, গারো পাহাড়ের কয়েকটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে তুরাকে
রাজ্যটির শীতকালীন রাজধানী করার দাবি জানিয়ে আসছে। দাবি মানা না হওয়ায় কয়েকদিন ধরে
নাগরিক সমাজের একটি সংগঠন অনশন করে আসছে।
সোমবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর দফতর
লক্ষ্য করে এক দল বিক্ষোভকারী পাথর ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে
গ্যাস ছোড়ে পুলিশ।
এদিন প্রতিবাদকারীদের সাথে ভবনের ভেতরে মুখ্যমন্ত্রী আলোচনায় করছিলেন বলে
জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। বৈঠকে মুখ্যমন্ত্রী সাংমা আন্দোলন বন্ধ করতে বলেন। আন্দোলন-অনশন
থামালে তাদের দাবি নিয়ে শিলংয়ে আলোচনা হবে বলে জানান তিনি। তিন ঘন্টা ধরে এ বৈঠক চলে।
এরই মধ্যে হামলা করে বসে বিক্ষোভকারীরা।
আরআই