যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন হোক

রবি
২৫ জুলাই ২০২৩

বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন। নির্বাচন যতই কাছে আসছে, তত আলোচনায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশে সুষ্টু নির্বাচনের পেছনে যারা অন্তরায় হিসেবে কাজ করবে, তারা মার্কিন ভিসা পাবে না বলে ঘোষণা দিয়েছিল দেশটি। ইতোমধ্যে বেশকিছু ভিআইপি ব্যক্তির ভিসাও বাতিল করেছে দেশটি।

 

সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০১৪ সালে আন্দোলন করে বিএনপি ও সমমনা দলগুলো। সেসময়ের আন্দোলনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এরই দায়ে সেসময় কানাডার একটি আদালতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসিবে ঘোষণা করা হয়।

 

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমার পর্যবেক্ষণ হচ্ছে, আমরা বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো দেশে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিই না। কিন্তু আমরা বিশ্বাস করি, বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।’

 

তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ২৪ মে ভিসা নীতি জারি করার সময় স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ীদের বিরুদ্ধে এ ভিসা বিধিনিষেধগুলো প্রযোজ্য হবে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর