এবার মিয়ামির অধিনায়ক হয়ে মাঠে নামবেন মেসি

রবিউল ইসলাম
২৫ জুলাই ২০২৩

দীর্ঘ প্রতিক্ষার পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে যুক্তরাষ্টে্রর ফুটবল ক্লাব ইন্টার মিয়ামি। মেসিকে পেয়ে যারপরাণই উৎফুল্ল তারা। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বরণ করে নেয় ক্লাবটি। তাকে অধিনায়ক হিসেবেও দেখতে চায় ক্লাবটি।

 

আগামীকাল বুধবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সকাল সাড়ে ৫টায় ম্যচটি শুরু হওয়ার কথা রয়েছে। এ ম্যাচে মেসিকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। ক্লাবটির কোচ টাটা মার্টিনো এমনটাই জানিয়েছেন ।

 

 

২২ জুলাই লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় মায়ামি। যেখানে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সবার নজর আরো একবার কাড়েন তিনি। আসন্ন ম্যাচেও ভালো করবেন বলে প্রত্যাশা ভক্তদের।

 

আরআই

 

 

 


মন্তব্য
জেলার খবর