সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত রাঁধুনির লাশ পাওয়া গেছে।
সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় ওবামার বাড়ির কাছের এডগারটাউন গ্রেট পন্ড থেকে ম্যাসাচুসেটস
অঙ্গরাজ্যের পুলিশ তাফারি ক্যাম্বেলের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় একটি জলাশয়ে প্যাডেল বোর্ড চালাতে গিয়ে দুর্ঘটনায় ডুবে তার প্রাণহানি
হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাফারিসহ আরও কয়েকজন মিলে ওই জলাশয়টিতে ঘুরতে গিয়েছিলেন।
এক পর্যায়ে তারা প্যাডেল বোর্ডে করে ঘুরতে শুরু করেন। পরে তাফারি প্যাডেল বোর্ড থেকে
পানিতে পড়ে নিখোঁজ হন। তার অন্যান্য সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে জানালে
শুরু হয় তল্লাশি। কিন্তু সারাদিন তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি তাফারির। পরে সন্ধ্যার
দিকে সোনার ব্যবহার করে তল্লাশি চালানো হলে খোঁজ মেলে তাফারির।
মার্থা’স ভাইনইয়ার্ড নামে পরিচিত ওই দ্বীপটিতে ওবামার ছুটি কাটানোর একটি
বাড়ি আছে। ঘটনার সময় বারাক ওবামা বা তার স্ত্রী মিশেল ওবামা কেউই উপস্থিত ছিলেন না।
তাফারি ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের পাচক ছিলেন। পরে মেয়াদ
শেষ হওয়ার পর ওবামা তাফারিকে তার ব্যক্তিগত পাচক হিসেবে নিয়োগ দেন।
তাফারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বারাক ওবামা ও তার পরিবার। এক বিবৃতিতে
পরিবারটি বলেছে, ‘তিনি দীর্ঘদিন আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি চলে
যাওয়ায় আমাদের হৃদয় শোকে বিদীর্ণ হয়েছে।’
আরআই