মন্তব্য
পঞ্চগড়ে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগছ স্বাগতম গেট সংলগ্ন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
এ দম্পতি হচ্ছে হরবাড়ি এলাকার সামসুল হকের ছেলে আবু হানিফ (৩৫) ও তার স্ত্রী মোছা. মাছুমা খাতুন (৩০)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে ভজনপুর নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন তারা। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে ৯ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহার করায় মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বিডি/সম্রাট হোসাইন/ সি/এমকে