খালেদা জিয়ার নাইকো মামলার শুনানিতে যুক্তরাষ্ট্রের ভিসানীতি

রবি
২৫ জুলাই ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি হয়েছে আজ মঙ্গলবার। এদিন শুনানির এক পর্যায়ে বিচার বিভাগকে দেওয়া যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গ উঠে আসে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোস্তফা জামান ইসলাম এ প্রসঙ্গ তুলে ধরেন।

 

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই ভিসা নীতি দিয়েছে আমেরিকা, এরমধ্যে বাংলাদেশ ছাড়া কোনো দেশেরই বিচার বিভাগকে ভিসা নীতিতে সম্পৃক্ত করেনি। আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে।

 

এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে বিএনপি চেয়ারপার্সনের আবেদনের শুনানি শুরু হয়। শুনানির পর খালেদা জিয়ার আবেদনে নাইকো মামলার শুনানি ৯ আগস্ট পর্যন্ত মূলতবি করেছেন হাইকোর্ট।

 

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

 

দুদকের করা অপর দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। সেখান থেকে পরে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই সরকারের নির্বাহী আদেশে তিনি মুক্তি পান। বর্তমানে তিনি নিজ বাসায়ই চিকিৎসাধীন রয়েছেন।


মন্তব্য
জেলার খবর