৪র্থ দেশে হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছে ভারত

রবি
২৫ জুলাই ২০২৩

চাঁদে পা রাখার প্রচেষ্টা নতুন নয় ভারতের। পৃথিবীর চূড়ান্ত কক্ষপথে চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপনের মাধ্যমে সে প্রচেষ্টায় আরো একধাপ এগিয়ে গেল ভারত। বিশ্বের চতুর্থ দেশে হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছে দেশটি।

 

মঙ্গলবার উৎক্ষেপণের ১১ দিন পর পৃথিবীর কক্ষপথ পেরনোর চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়। এখন চাঁদের উদ্দেশে এগিয়ে চলেছে যানটি। চন্দ্রযান-৩ ঘিরে আশায় বুক বাঁধছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

 

চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ১৪ জুলাই চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হয়। চাঁদে পৌছাতে পাঁচটি ধাপ পার করতে হবে চন্দ্রযান-৩ কে। যেটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের। তবে সেটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছে ভারতীয় বিজ্ঞানীরা। মঙ্গলবার (২৫ জুলাই) চূড়ান্ত ও পঞ্চম ধাপ পার করে এটি।

 

এখন চাঁদের পথে এগিয়ে চলছে চন্দ্রযান-৩। ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পা রাখবে আশা করছে ভারতীয় বিজ্ঞানীরা।

 

ইসরোর এ অভিযান সফল হলে চর্তুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখবে ভারত। এর আগে রাশিয়া, যুক্তরষ্ট্র ‍ও চীন চাঁদে অবতরণ করেছে।

 

হিন্দুস্তান টাইমস/আরআই


মন্তব্য
জেলার খবর