জরিমানার পাশাপাশি নিষিদ্ধ হলেন হারমানপ্রীত

রবি
২৫ জুলাই ২০২৩

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলার সময় ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের আপত্তিকর আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। আউট হওয়ার পর স্ট্যাম্প ভেঙেই কেবল ক্ষ্যান্ত হননি। রিসিভশন অনুষ্ঠানেও করেছিলেন বেয়াদবি। এর শাস্তি হিসেবে ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

 

এক বিবৃতিতে মঙ্গলবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান প্রদর্শন ও প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতি অসাদাচরণ করায় ভারতীয় দলপতি লেভেল-২ এর অপরাধ করেছেন। যে কারণে জরিমানা ও ডেমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে তাকে।

 

নিষিদ্ধ হওয়ার ফলে হারমানপ্রীত আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দুই ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে ভারতকে।

 

আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাস সময়ের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এতে এক টেস্ট কিংবা দুই ওয়ানডে বা দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়।

 

আউট হওয়ার পর ব্যাট দিয়ে বাড়ি মেরে স্ট্যাম্প ভাঙেন হারমান। এরপর ট্রফি নিয়ে ছবি তোলার সময় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার উদ্দেশে হারমানপ্রীত বলেন, ‘শুধু তোমরা কেন, আম্পায়ার তোমাদের ম্যাচ টাই করিয়েছে। আম্পায়ারকেও ডাকো। একসঙ্গে ছবি তুলি।’

 

ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙায় তাকে ৫০ শতাংশ জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ ছাড়া আম্পায়ারিংয়ের সমালোচনা করায় বাকি ২৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর