কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) এবার ‘মানবজাতির জন্য হুমকি’ হিসেবে সতর্ক করেছেন টাইটানিকখ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন। সম্প্রতি সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন তিনি।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে যেভাবে আগ্রহ বেড়ে চলেছে তা হুমকি স্বরুপ বলে দাবি করেছেন তিনি। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর ভালো-মন্দ বিভিন্ন দিক নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা।
এআই ব্যবহারে সতর্ক অবস্থানে থাকতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ খসড়া আইনের প্রস্তাবও পাস করেছে। এসবের মধ্যেই এবার এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে সতর্ক করলেন অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন।
সিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এআই ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়াবহ হয়ে উঠবে।
এছাড়া ১৯৮৪ সালে বিশ্বকে প্রথম তিনি এআই হুমকির বিষয়ে সতর্ক করেছিলেন।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে গুগল, মেটাসহ বিশ্বের শীর্ষ সাত প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে নিরাপত্তার ক্ষেত্রে এর কোনো ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য প্রতিষ্ঠানগুলো চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।