ইন্টার মিলানের হয়ে ২য় ম্যাচ খেলে ফেলেছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। উদ্বোধনী
ম্যাচে একটি গোল করলেও আজকের ম্যাচে জোড়া গোল করেছেন এ তারকা। জোড়া গোলে দলকে জিতিয়ে
প্রশংসায় ভাসছেন মেসি। শুধু যে গোল করেছেন, তা নয়। গোল করতে সহযোগিতাও করেছেন।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের
বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৪-০ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি। যেখানে
জোড়া গোল করেছেন মেসি। এছাড়া জোড়া গোল করেছেন দলটির ফরোয়ার্ড রবার্ট টেলর।
দু’ম্যাচে তিন গোল করে ইন্টার মিয়ামিতে তার আগমণ রাঙিয়ে রাখলেন তিনি। দু’ম্যাচ
মিলে মাত্র ১১৮ মিনিট খেলেছেন এ তারকা। আর এতেই বাজিমাত করলেন মেসি।
এদিন দলটির অধিনায়ক হিসেবে মাঠে নামেন মেসি। খেলার শুরুতেই দলকে লিড এনে
দেন মেসি। মাত্র ৮ মিনিটের মাছে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করেন। মধ্যমাঠ থেকে বল পেয়ে
আটলান্টা শিবিরে ঢুকে পড়েন লিওনেল মেসি। গোলমুখে শটও নেন তিনি। কিন্তু গোল পোস্টে লেগে
বল ফিরে আসে। তবে দ্বিতীয় পর্যায়ে জালের ঠিকানা খুঁজে পান তিনি।
ম্যাচের ২১তম মিনিটে বল নিয়ে গোলে ঢুকে পড়েন মেসি। গোলের সামনে গিয়ে সতীর্থ
টেলরকে দেন বল। সেখান আবারও বল পান মেসি। বল পেয়ে নির্দিষ্ট লক্ষ্য খুঁজে নিতে দেরি
করেননি মেসি।
৪৩তম মিনিটে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন রবার্ট টেলর। দ্বিতীয়ার্ধের ৫৩
মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন টেলর। শেষ পর্যন্ত মায়ামি ৪-০ গোলের জয় নিয়ে মাঠ
ছাড়ে।
আরআই