কঙ্গনার মামলায় কোর্টে জাভেদ

রবি
২৬ জুলাই ২০২৩

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনার মধ্যে বৈরি সম্পর্কে মাঝে পড়ে মামলার শিকার হলেন জাভেদ আখতার। ৫ আগস্ট আন্ধেরি কোর্টে হাজিরা দিতে হবে তাকে।

 

পরিস্থিতি এতটাই খারাপ যায় যে জনসমক্ষে হৃতিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন কঙ্গানা। হৃতিক রোশন ও কঙ্গনার সেই মন কষাকষির প্রভাব পড়েছে তাদের আশপাশে যারা ছিলেন তাদের উপরও। ২০১৬ সালে এ বিষয়ে কথা বলার জন্য কঙ্গনাকে বাড়িতে ডেকেছিলেন জাভেদ। আর সেই জের ধরেই ২০২০ সালে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেন কঙ্গনা।

 

নায়িকার অভিযোগ, বাড়িতে ডেকে নাকি তাকে হুমকি দিয়েছিলেন জাভেদ। আদালতে বছর তিনেক আগের সেই মানহানি মামলার শুনানি এখনও চলছে। বর্ষীয়ান এই গীতিকারকে আবারও সমন পাঠিয়েছে মুম্বাইয়ের আদালত।

 

জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৫০৯ ধারায় জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। গীতিকার সেই মামলায়ই ফের হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

 

তবে ওই ঘটনায় উপস্থিত সাক্ষী চিকিৎসক রমেশ আগরওয়ালকে জাভেদের আইনজীবী জয় ভরদ্বাজ আদালতে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, ২০-৩০ মিনিটের ওই বৈঠক শেষে জাভেদ কঙ্গনাকে বলেন, তিনি হৃতিকের কাছে যেন ক্ষমা চেয়ে নেন। ওই বৈঠকে জাভেদ কোনো মানহানিকর মন্তব্য করেছিলেন কি না, এই প্রশ্নে সরাসরি ‘না’ বলেন রমেশ।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


মন্তব্য
জেলার খবর