নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১ আগস্ট
বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর
একটি মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত এক সভায় এ খবর জানান দলটির নেতাকর্মীরা।
দলটির ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেন, আওয়ামী
সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশ ও জাতির প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা বিগত
প্রায় ১৫ বছরে জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। সরকার সংশ্লিষ্টদের
বৃহৎ একটি অংশ দেশ থেকে নির্বিবাদে অর্থপাচার করে বিদেশে অর্থের পাহাড় বানিয়েছে।
এসময় তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত
ডা. শফিকুর রহমান ও মহানগরী আমীর সেলিম উদ্দিনসহ শীর্ষনেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি
দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শিবিরের সাবেক সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, মূলত, আওয়ামী লীগ হচ্ছে
গণতন্ত্র বিরোধী শক্তি। তারা যতবার ক্ষমতায় এসেছে, তারা ততবারই জনগণের ভাত ও ভোটের
অধিকার কেড়ে নিয়েছে।
আরআই