নীলফামারীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও পথসভা

নীলফামারী প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন পথসভা হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকাল সাড়ে চারটায় স্থানীয় প্রেসক্লাবের সামনে শহীদ ডা: জিকরুল হক রোডে এ মানববন্ধন ও পথসভা হয়। সৈয়দপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন।

 

পথসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি হাজারী হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। সৈয়দপুর পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাজিব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে জাতীয়করণ সংক্রান্ত নিজেদের দাবি বাস্তবায়নে যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষক নেতারা। সেই সঙ্গে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

পথসভায় বক্তব্য দেন- সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিলকিস বেগম, আল ফারুক একাডেমির শিক্ষক গোলাম ফারুক, সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. এরফানুল হক, চড়াইখোলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন-আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, আদর্শ বালিকা বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, পাইলট বালিকা বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক লোকমান হোসেন।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর