দেশের সর্বোচ্চ বাজেটের সিনেমার ট্রেলার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৩

প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস মাসুদ রানার গল্প অবলম্বন নির্মিত সব থেকে আলোচিত সিনেমা ‘এমআর-৯’র ট্রেলার। ধ্বংসপাহাড় অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির ট্রেলার।

 

যদিও ট্রেলার দেখে সিনেমার কাহিনি সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যায়নি। তবে ট্রেলারজুড়ে অ্যাকশন সিনের দেখা মিলেছে।

 

এ সিনেমায় দেখা যাবে, বাংলাদেশি গোয়েন্দা মাসুদ রানা ও ভারতীয় এজেন্ট দেবীকে লাস ভেগাসের ওপর সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা ঠেকাতেই ডাকা হয়। এরপর শুরু হয় মিশন।

 

সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, ছবির বাজেট ৮৩ কোটি টাকা, যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ।

 

এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এছাড়া হলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার ও ভারতের ওমি বৈদ্য।

 

বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন।

 

৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবি বাংলা ও ইংরেজি ভাষায় শুটিং হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় ছবিটির বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়েছে।

 

 বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আগামী ২৫ আগস্ট একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘এমআর-৯’র।


মন্তব্য
জেলার খবর