নীলফামারীর জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
এদিকে উদ্বোধনের দিনে মেলা উপলক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো. রওশন কবীর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীর প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. আহসান হাবীব।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে