জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

নীলফামারী প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩

নীলফামারীর জলঢাকায় দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

রংপুর বিভাগীয় কৃষি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

এদিকে উদ্বোধনের দিনে মেলা উপলক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের  সভাপতিত্বে সভায় উপস্থিত ও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, রংপুর বিভাগ কৃষি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো. রওশন কবীর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নীলফামারী- আসনের সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীর প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. আহসান হাবীব।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর