হুইল চেয়ার পেয়ে খুশি ৯৯ বয়সী ফজর আলী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩

/ বছর ধরে শারীরিক অসুস্থতায় চলাচল করতে পারতেন না ৯৯ বয়সী ফজর আলী। ফলে বাধ্য হয়েই তাকে বিছানায় পড়ে থাকতে হতো।

এদিকে এ খবর পেয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার চলাচলের জন্য তাকে একটা হুইল চেয়ার দেওয়ার উদ্যোগ নেন।

পৌরসভার তহবিল থেকে কেনা একটা হুইল চেয়ার বুধবার (২৬ জুলাই) পৌরসভা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফজর আলীকে প্রদান করা হয়।

হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে ফজর আলীর মুখে। কারণ এখন আর তাকে সব সময় শুয়ে থাকতে হবে না।

ফজর আলী উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র। জানা যায়, ফজর আলীর পরিবারটি হতদরিদ্র হওয়ায় একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না।

 ফজর আলী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন যাবত চলাচল করতে পারি না। হুইল চেয়ারটির দ্বারা আমি এখন নিজে নিজে চলাচল করতে পারবো। হুইল চেয়ারটি আমার অনেক উপকারে লাগবে।

ওদিকে হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম, ৩নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল মোতালেব প্রমুখ।

 

বিডি/হুমায়ুন কবির/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর