মন্তব্য
null
পাবনার চাটমোহরে গোয়াল ঘরের তালা ভেঙে একটা বাছুর ও একটা ষাঁড় গরু নিয়ে গেছে চোর। এ দুটি গবাদিপশুর দাম আনুমানিক দেড় লাখ টাকার উপরে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামে। এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুনাইগাছা ইউপি সদস্য মোতালেব হোসেন।
এলাকাবাসী জানায়, বাছুরসহ ষাঁড়টি জাবরকোল গ্রামের মৃত মমতাজ উদ্দিন প্রামাণিকের ছেলে আ. রাজ্জাক প্রামনিকের। বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ গ্রামে ছোট-বড় বেশ কিছু খামারসহ প্রায় বেশিরভাগ কৃষকের বাড়িতে গবাদিপশু রয়েছে। চুরির এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিডি/সি/এমকে