বিপুল পরিমাণ জ্বালানি ও ভোজ্যতেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৩

প্রায় ১৭ লাখ মেট্রিক টন জ্বালানি তেল ও এক কোটি ৫৫ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার। ডিসেম্বরের মধ্যে এগুলো কিনতে বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

এ সংক্রান্ত প্রস্তাবের পাশাপাশি একই বৈঠকে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবসহ সব মিলে ১৪টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে বরাদ্দ ধরা হয়েছে  মোট ১৬ হাজার ৫৯৬ কোটি টাকা।

ভোজ্যতেল ও মসুর ডাল টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি করবে সরকার। অর্থমন্ত্রী মুস্তফা কামাল এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

প্রাপ্ত তথ্য বলছে, মেঘনা এডিবওয়েল থেকে ৮০ লাখ লিটার, রাইস ব্র্যান্ড থেকে ৭৫ লাখ লিটার ভোজ্য তেল ও নাবিল নাবা ফুড লিমিটেড থেকে হাজার টন মসুর ডাল কেনা হবে। অন্যদিকে দেশের চাহিদা মেটাতে বিভিন্ন দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি চুক্তির আওতায় ১৬ লাখ ৮০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর