বিএনপির নয়াপল্টনের কার্যালয় ঘিরে ফেলেছে পুলিশ

রবি
২৬ জুলাই ২০২৩

হঠাৎ নেতাকর্মীশূন্য হয়ে পড়েছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বুধবার বিকালের পর থেকেই ফাঁকা হতে শুরু করে দলীয় কার্যালয়। 


হঠাৎ বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ফেলেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কার্যালয়ের দুই পাশে রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার দাঁড় করিয়ে রাখে পুলিশ। কার্যালয়ের তিন পাশে দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেছেন, 'বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাই যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এসময় বিএনপি নেতাদেরও পুলিশকে সহযোগিতা করতে দেখা যায়। দলের কর্মীদের কার্যালয় থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।


মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজারো নেতাকর্মী জড়ো হন।


আরআই



মন্তব্য
জেলার খবর