পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে হারাল মুশফিকের দল

রবি
২৭ জুলাই ২০২৩

জিম্বাবুয়ে আফ্রো টি-টেনের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কেপ টাউনকে হারিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি করল মুশফিকের দল জোবার্গ বাফেলোস। নিজেদের সপ্তম ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন দলটি।



কেপ টাউনের দেওয়া ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকের দল। ৯ উইকেটের বিশাল জয় পায় দলটি।

 

 

বুধবার রাতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালোই করেছিল কেপটাউন। রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ওভারেই ১৮ রান আসে। তবে পরের ওভারেই জোড়া আঘাত হানেন মুজারাবানি। শেষ পর্যন্ত ৮৯ রানের বেশি করতে পারেনি দলটি।

 

জবাবে ব্যাট করতে নেমে টম ব্যান্টনকে ৩০ রানের মাথায় হারায় জোবার্গ। এরপর রবি বোপারা ও মোহাম্মদ হাফিজের ঝোড়ো ব্যাটিংয়ে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জোবার্গ। ১১ বলে ৩০ রান করেন বোপারা। অধিনায়ক হাফিজের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৪০ রান।

 

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো জোবার্গ। পাঁচ দলের টুর্নামেন্টে টেবিলের শেষে তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভস।

 

আরআই

 

 


মন্তব্য
জেলার খবর