নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামীকাল
শুক্রবার সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘন্টার
মধ্যে পদত্যাগের আল্টিমেটাম আসতে পারে বলে জানা গেছে। এছাড়া ৩০ জুলাই থেকে সপ্তাহব্যাপী
লাগাতার কর্মসূচির কথাও ভাবছে দলটি।
তবে সমাবেশকে ঘিরে সরকারের আচরণের ওপর নির্ভর করবে কর্মসূচি বলে জানিয়েছে
বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের মহাসমাবেশের
মূল লক্ষ্য সরকারের পদত্যাগে বাধ্য করা।
এদিকে লাগাতার কর্মসূচি নিয়ে বিএনপি রাজপথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
যেকোনো বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির
আরেক নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে পুলিশের আপত্তির মুখে বৃহস্পতিবার মহাসমাবেশ কর্মসূচি অনুষ্ঠানের
সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। বৃহস্পতিবারের পরিবর্তে বিএনপির মহাসমাবেশ হবে আগামীকাল
শুক্রবার (২৮ জুলাই)।
বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিএনপি। ২৭ জুলাইয়ের পরিবর্তে
২৮ জুলাই, শুক্রবার দুপুর ২টায় নয়া পল্টনে আমাদের মহাসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আশাকরি, এ কর্মসূচিতে সরকার বা কোনো প্রতিষ্ঠান বাধা তৈরি করবে না।’
আরআই