নীলফামারীতে জামায়াতের মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩

নীলফামারীতে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে নীলফামারী সদরের এক মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে পুর্ব ঘোষিত আগামী ৩০ জুলাইয়ের বিক্ষোভ কর্মসূচি সফল করতে এ সভা ডাকা হয় ।


সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর মুহাম্মাদ আব্দুর রশিদ। উপস্থিত ও বক্তব্য দেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ প্রমুখ।


উল্লেখ্য, এ বিক্ষোভ কর্মসূচি পালনের বিষয়ে নীলফামারীর পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা চেয়েছে জেলা জামায়াত।

বুধবার বিকালে পুলিশ সুপারের সঙ্গে  দেখা করে কর্মসূচি সম্পর্কে অবগত করার পাশাপাশি এ সহযোগিতা চান জেলা জামায়াতে ইসলামীর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।


বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে 



মন্তব্য
জেলার খবর