মন্তব্য
ওভালে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে ইংল্যান্ড।
অ্যাশেজের পঞ্চম ও শেষ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না ইংলিশরা।
চতুর্থ টেস্টের একাদশই বহাল থাকছে শেষ টেস্টে। কোনো পরিবর্তন আসছে না বলে
জানিয়েছেন ইংলিশ অধিনায় বেন স্টোকস। দলের সবাই খেলার জন্য ফিট আছেন বলে মনে করেন তিনি।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি দলের বিষয়ে এসব কথা জানান। তিনি
জানান, সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে তাদের জিততে হবে। ড্র করলেও হারতে হবে তাদের।
আর জিতলে ২-২ তে ড্র হবে সিরিজ। বৃষ্টির কারণে চতুর্থ ম্যাচ পণ্ড হলে এমন সমীকরণ দাঁড়ায়।
আরআই