নওগাঁর সাপাহার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)-এর শীর্য নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য আরিফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৬ জুলাই) র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে উপজেলার মধইল এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরিফ হোসেন মধইল গ্রামের ইমাম হোসেনের ছেলে। ২০১৭ সালে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে পলাতক ছিল সে। তাকে গ্রেফতারে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন।
এদিকে গ্রেফতার এড়াতে আরিফ হোসেন বারবার অবস্থান পরিবর্তন করতেন। পলাতক অবস্থায় জেএমবির কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প ও র্যাব-২ এর বিশেষ আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে। এরপর ২ দিনের একটি রুদ্ধশ্বাস অভিযানে সফলতা পাওয়া যায়,তাকে গ্রেফতার করা হয়। জেএমবির অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যবহত আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি/সি/এমকে