ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে বসে বানিয়ে ফেলুন গোল্ড ফেসিয়াল

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৩

ত্বকের যত্নে ফেসিয়ালের জুড়ি নেই। উজ্জ্বলতা বাড়াতে চাইলে মাসে নিয়মিত করতে হবে ফেসিয়াল। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভরসা রাখতে হবে গোল্ড ফেসিয়ালের উপর। অনেকেই খরচ এড়াতে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে চান না। কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই এই ফেসিয়ালটি বাড়িতে বসে আপনিও করতে পারেন।


আর এছাড়া পার্লারে করার ক্ষেত্রে ক্ষতিকর কেমিক্যালের ভয় থেকে যায়। তাই জেনে নিন কীভাবে বাড়িতেই সেরে ফেলতে পারেন এ ম্যাজিক ফেসিয়াল। এর জন্য-


প্রথমে একটি ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর স্ক্রাব করতে হবে। এজন্য গুঁড়া দুধ, চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব করে নেবেন। এবারে নিতে হবে গরম পানির ভাপ। গরম পানির ভাপ নেওয়ার পরই ত্বকের কোষগুলো উজ্জ্বীবিত হবে এবং ফেসিয়ালের সমস্ত উপাদান শুষে নেবে। এবার গোল্ড ফেসিয়ালটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে হলুদ গুঁড়া ১ চামচ, বেসন ১ চামচ, লেবুর রস ১ চামচ, গোলাপ জল ২ চামচ, মধু ২ চামচ, মুলতানি মাটি ১/২ চামচ, অ্যালোভেরা জেল ১/২ চামচ। এসব উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে ম্যাসাজ করতে হবে ২ থেকে ৩ মিনিটের মতো। এরপর পুরো মুখে এ পেস্টের ভারি প্রলেপ লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট।


এ ফেসিয়ালটি প্রতি সপ্তাহে দুই বার ব্যবহার করুন। আর মাত্র ১ মাসের মধ্যেই নিজের দীপ্তিময় ত্বকের পরিবর্তন লক্ষ্য করুন। নারী ও পুরুষ উভয়েই এ গোল্ড ফেসিয়ালটি নিয়মিত ব্যবহার করতে পারেন।


মন্তব্য
জেলার খবর