তিন দিনেও হদিস মেলেনি শিক্ষকের ট্রান্সফর্মারের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩

পাবনার চাটমোহরে চুরির তিন দিনেও হদিস পাওয়া যায়নি শিক্ষক-সাংবাদিক এম এ জিন্নাহর মালিকানাধীন মিনি ডিপটিউবয়েলের বিদ্যৎ সরবরাহে ব্যবহৃত ১০ হর্স পাওয়ারের একটি ট্রান্সফর্মারের।

গত ২৪ জুলাই বেজপাড়া গ্রামে তার বাড়ি থেকে ট্রান্সফর্মারটি চুরি হয়। 

চুরির এ ঘটনায় ভুক্তভোগীর ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ট্রান্সফর্মারের অভাবে বিদ্যুত সরবরাহ বিঘ্নিত হওয়ায়  অকেজো হয়ে গেছে মিনি ডিপটিউবয়েলটি।

এম এ জিন্নাহ বেজপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন তিনি বেজপাড়া গ্রামে বসবাস করেন না। চাটমোহরে পৌর এলাকার ছোটশালিখা মহল্লায় নিজের আরেকটা বাড়িতে বসবাস করেন।

এম এ জিন্নাহ জানান, চুরির ঘটনাটি পাবনা পল্লী বিদ্যুত সমিতি - ১ এ ও চাটমোহর থানাকে জানানো হয়েছে। কিন্তু এখনো ট্রান্সফর্মারটি উদ্ধার করা সম্ভব হয়নি, হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে থানা প্রশাসনের আশু হস্তক্ষেপসহ পল্লী বিদ্যুত সমিতির সহযোগিতা কামনা করেছেন তিনি।


বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর