‘মা’ চয়নিকাকে নিয়ে পরীমনির স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৩

দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো পরীমণি ও নায়িকার শুভাকাঙ্ক্ষি নির্মাতা চয়নিকা চৌধুরীর। নায়িকা ও পরিচালকের এই সখ্যতা কর্মক্ষেত্র ছাড়িয়ে ব্যক্তিগত সম্পর্কে গিয়ে গড়িয়েছে অনেক আগেই। তবে পরীমণির জীবনে বিয়ে ও মাতৃত্ব নতুন দুই অধ্যায় যুক্ত হলেও দীর্ঘ সময় তার সঙ্গে দেখা যায়নি চয়নিকা চৌধুরীকে।


সম্প্রতি পরীমণির এক ফেসবুক পোস্টে চয়নিকা চৌধুরীর সঙ্গে দেখা গেছে এই নায়িকাকে। ছবিতে দেখা গেছে চয়নিকা চৌধুরীর কোলে পরীমণির ছেলে রাজ্য, পাশেই দাঁড়িয়ে পরীমণি। আর ছবির ক্যাপশনে দেওয়া, 'কতো দিন পর...'।


বুধবার (২৬ জুলাই) রাতে নিজ ভেরিফাউড পেজ থেকে এই পোস্টটি করেন নায়িকা।


অভিনেত্রীর মুখের হাসি আর ক্যাপশনই বলে দেয় তাদের সখ্যতা এখনও অটুট আছে।


প্রসঙ্গত, চয়নিকা চৌধুরীর পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে মূল নারী চরিত্রে ছিলেন পরীমণি। নায়িকা এই পরিচালককে ভালোবেসে 'মা' চয়নিকা বলে সম্বোধন করে থাকেন।


মন্তব্য
জেলার খবর