প্রতীকী ছবি
২৩ শর্ত জুড়ে দিয়ে রাজধানী ঢাকায় ২৮ জুলাই সমাবেশ করতে বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি)।
এদিকে একই দিনে সমাবেশ ঘিরে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা বাসা বেঁধেছে। সৃষ্টি হয়েছে কৌতুহল, বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অনেকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন।
শর্ত অনুযায়ী বিএনপিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সহযোগী ও এক ভ্রাতৃপ্রতীম সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সংবাদ সম্মেলনে এ শর্তের কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশকালে বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং আওয়ামী লীগের সহযোগী ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের নেতাকর্মীদের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। সীমাবদ্ধ এলাকার বাইরে সমাবেশের মাইক টানানো যাবে না।
সংবাদ সম্মেলনে বলা হয়,দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড- এ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। দুই দলের কেউই থাকতে পারবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশ এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। সমাবেশে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য দেওয়া যাবে না।
বিডি/আর/এমকে