ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য দল ঘোষণা

১০ মার্চ ২০২১

নেপালে ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটি সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরও ৭ ফুটবলারকে নেওয়া হয়েছে।
দ‌লে নতুন ক‌রে ডাক পেয়েছেন- মে‌হে‌দি হাসান, মোহাম্মদ ইমন, মে‌হে‌দি হাসান, রিমন হো‌সেন ও হা‌বিবুর রহমান সোহাগ।ও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দল থেকে বাদ পড়েছেন রায়হান হাসান, মামুনুল ইসলাম ও তপু বর্মণ।
এ টুর্নামেন্টে নেপাল জাতীয় দল, কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। যথাক্রমে ২৩, ২৫, ২৭ ও ২৯ মার্চ নিজেদের মধ্যে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো
আরআই


মন্তব্য
জেলার খবর