রাজধানীতে আ'লীগ-বিএনপির সমাবেশ ঘিরে শঙ্কা

রবি
২৮ জুলাই ২০২৩

রাজধানীতে আজ আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করবে। নয়া পল্টনে বিএনপি আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগ।


 একই দিনে বড় দুটি দলের সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ দুটি দল ছাড়াও এদিন গণতন্ত্র মঞ্চসহ আরও কয়েকটি দল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে। 


তবে এই কর্মসূচি আয়োজনে দুই পক্ষকেই ২৩টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এছাড় মাঠে থাকছে বিজিবিও।


রাজপথে কর্মসূচি পালন না করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো সহিংসতা হলে, রাজনৈতিক দলকে এর দায় নিতে হবে। 


মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলের পর থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর।


অন্য দিকে জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশে করবে  আওয়ামী লীগের তিন সংগঠন। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।



আরআই


মন্তব্য
জেলার খবর