পায়ে ডিয়াগো মারাদোনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি এঁকে সমালোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ।
আর্জেন্টিনা নারী দলের এ ফরোয়ার্ডকে নিয়ে সামাজিক মাধ্যমে তা সমালোচনার ঝড় উঠেছে। মেসির ছবি না এঁকে কেন রোলাদোর ছবি আঁকলেন- তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ৩৬ বছর পর আর্জেন্টিকে যিনি শিরোপা এনে দিলেন তাকেই কিনা অবহেলা! এ যেন ভক্তরা মেনে নিতেই পারছেন না।
সমালোনা সইতে না পেরে বাধ্য হয়ে এ বিষয়ে এবার মুখ খুললেন রদ্রিগেজ।
তিনি বলেন, ‘মেসি আমাদের সেরা অধিনায়ক। জাতীয় দলে তার অবদান অবিস্মরণীয়। কিন্তু আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। তার মানে এই না, আমি মেসিকে ঘৃণা করি। আমরা শুধু আমাদের খেলোয়াড়দের ভালোবাসব, অন্য দেশের কেউ প্রিয় হতে পারবে না, বিষয়টা এমন না।’
মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না ইয়ামিলা রদ্রিগেজের। বিষয়টা উল্লেখ করে বলেন, ‘দয়া করে এবার বাদ দিন। এ বিষয়টাকে আমি আর নিতে পারছি না। কখন বলেছি আমি মেসির বিপক্ষে? আমি সত্যিই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
আরআই